গুয়াহাটি, ৪ ডিসেম্বর (হি.স.) : আজ থেকে অসমে নিষিদ্ধ হয়ে গেছে গো-মাংসের প্রচলন। রাজ্যের কোনও হোটেল-রেস্টুরেন্ট, এমন-কি কোনও সামাজিক অনুষ্ঠান এবং প্রকাশ্য স্থানে গো-মাংস পরিবেশন এবং ভক্ষণ নিষিদ্ধ করেছে সরকার।
আজ বুধবার রাজ্য মন্ত্ৰিসভার সাপ্তাহিক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা বলেন, বছর তিনেক আগে রাজ্যের মঠ-মন্দিরের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গো-মাংস নিষিদ্ধ করা হয়েছিল। তা বেশ সফল হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গো-মাংস নিষিদ্ধকরণের বিষয়টি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে অসমের সর্বত্র তা কাৰ্যকর হবে। মুখ্যমন্ত্ৰী বলেন, নিষেধাজ্ঞা অমান্যকারীর জন্য শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। কারাবাসের বিধানও রাখা হয়েছে, বলেন মুখ্যমন্ত্রী।
ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্ৰিসভা সম্প্ৰসারণের খবরও শুনিয়েছেন মুখ্যমন্ত্ৰী। তিনি জানান, আগামী ৭ তারিখ (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় অসম মন্ত্ৰিসভার এক ছোট্ট সম্প্ৰসারণ হবে। আগামীকাল বা পরশু বিস্তারিত খবর প্রকাশ করা হবে। বরাক উপত্যকা থেকে কেউ নিশ্চিতভাবে স্থান পাবেন মন্ত্ৰিসভায়। এক না-দুজন স্থান পান, তা দেখতে হবে। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এ ব্যাপারে সবিশেষ তথ্য জমা দেওয়া হয়েছে, বলেন ড. শর্মা।
মুখ্যমন্ত্ৰী আরও জানান, গুয়াহাটি থেকে বড়ঝাড় বিমানবন্দরগামী রাস্তা হবে ছয় লেনের। এছাড়া ২৫ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত গুয়াহাটি-বরাপানি এবং বরাপানি-শিলচর এক্সপ্ৰেস হাইওয়ে প্ৰকল্পের ব্যাপারে ভাবনা-চিন্তা চলছে। তাছাড়া মরিগাঁও-দরং সংযোগী ব্ৰহ্মপুত্ৰের ওপর আরও একটি সেতু প্ৰকল্প হাতে নেওয়ার ভাবনা চলছে বলে জানান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস