‘মণিপুর ভায়োলেন্স ইনকুয়ারি কমিশন’-এর তদন্ত প্ৰক্রিয়া শেষের ডেডলাইন ২০২৫-এর মে পর্যন্ত বৃদ্ধি কেন্দ্ৰের
‘মণিপুর ভায়োলেন্স ইনকুয়ারি কমিশন’-এর তদন্ত প্ৰক্রিয়া শেষের ডেডলাইন ২০২৫-এর মে পর্যন্ত বৃদ্ধি কেন্দ্ৰের
প্ৰতিনিধিত্বমূলক


নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : ‘মণিপুর ভায়োলেন্স ইনকুয়ারি কমিশন’-এর তদন্ত প্ৰক্রিয়ার সময়সীমা (ডেডলাইন) ২০২৫-এর ২০ মে পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্ৰীয় সরকার। ২০২৩ সালের ৪ জুন গঠিত এই কমিশনকে তদন্ত প্রক্রিয়া শেষ করতে এটা দ্বিতীয় সময়সীমা বৃদ্ধি।

প্রসঙ্গত, গৌহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় লাম্বার নেতৃত্বে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার হিমাংশু শেখর দাস এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অলোকা প্রভাকরকে নিয়ে গঠিত এই কমিশনকে ২০২৩ সালের ৩ মে থেকে চলমান সহিংসতার কারণ এবং অগ্রগতির তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রাথমিকভাবে কমিশন যে সব বিষয়ে তদন্ত করবে সেগুলি যথাক্রমে – ১) সহিংসতার কারণ ও বিস্তার। ২) কর্তৃপক্ষ বা ব্যক্তিবিশেষ কর্তৃক সম্ভাব্য ত্রুটি বা অবহেলার তদন্ত করা। ৩) সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় গৃহীত প্রশাসনিক ব্যবস্থার পর্যাপ্ততা পরীক্ষা করা। ৪) ঘটনা সম্পর্কিত ব্যক্তিবিশেষ বা সংগঠনের অভিযোগ এবং সেগুলির পর্যালোচনা করা।

প্রাথমিকভাবে, কমিশন ছয় মাসের মধ্যে তদন্ত প্ৰতিবেদন জমা দেবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা সম্ভব না হওয়ায় প্রথম সময়সীমা চলতি বছর ২০২৪ সালের ২০ নভেম্বর সময়সীমা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার আগামী বছর ২০২৫ সালের ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারিকৃত নতুন বিজ্ঞপ্তিতে দুঃখজনক ঘটনাগুলির ওপর একটি বিস্তৃত প্রতিবেদনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত সমাপ্ত করতে পুনর্ব্যক্ত করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande