আইন দেশের নাগরিকদের জন্য, তাই আইনি প্রক্রিয়াও হতে হবে নাগরিককেন্দ্রিক : প্রধানমন্ত্রী 
চন্ডীগড়, ৩ ডিসেম্বর (হি.স.): চন্ডীগড়ে মঙ্গলবার সুরক্ষিত সমাজ, উন্নত ভারত- শাস্তি থেকে বিচার পর্যন্ত নামে একটি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন কার্ষকর হওয়া তিনটি আইন দেশের উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। এই তিনটি আইন- ভারতীয়
প্রধানমন্ত্রী


চন্ডীগড়, ৩ ডিসেম্বর (হি.স.): চন্ডীগড়ে মঙ্গলবার সুরক্ষিত সমাজ, উন্নত ভারত- শাস্তি থেকে বিচার পর্যন্ত নামে একটি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন কার্ষকর হওয়া তিনটি আইন দেশের উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। এই তিনটি আইন- ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পয়লা জুলাই থেকেই কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, দেশের আইন নাগরিকদের জন্য, তাই আইনি প্রক্রিয়াও হতে হবে নাগরিককেন্দ্রিক। তবে পুরোনো ব্যবস্থায় সেই প্রক্রিয়া নিজেই শাস্তি হয়ে উঠেছিল! একটি সুস্থ সমাজে, আইন একটি রক্ষাকবচ হওয়া উচিত, কিন্তু আইপিসি শুধুমাত্র নিয়ন্ত্রণের উপায় হিসাবে ভয়ের উপর নির্ভর করে। এটা ভালো যে সময় এখন পাল্টেছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পর, পুরনো আইনের কারণে কারাবন্দী হাজার হাজার বন্দী জেল থেকে মুক্তি পেয়েছেন। নাগরিক অধিকারের ক্ষমতায়নের জন্য একটি নতুন আইন কী করতে পারে তা আপনারা কল্পনা করতে পারেন। প্রধানমন্ত্রীর কথায়, ভারত ন্যায় সংহিতা দেশের ন্যায়বিচারের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে...

১৯৪৭ সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, শতাব্দীর ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে, জাতি আশা ও আকাঙ্ক্ষায় পূর্ণ ছিল। মানুষ আশা করেছিল যে ব্রিটিশ শাসন থেকে মুক্তির অর্থ হবে ব্রিটিশদের আরোপিত আইন থেকেও মুক্তি।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande