বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক ড. ইউনূসের, বার্তালাপ বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের


ঢাকা, ৪ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার বিকাল সোয়া চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠক শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ ব্যাপারে জানান, দেশের চলমান নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র-নেতা সহ সকলের কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে হাজির ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়াঁ গোলাম পরোয়ার সহ চার সদস্যের প্রতিনিধি দল।

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খান; এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ; ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু; বাংলাদেশ খেলাফত মসলিসের মামুনুল হক; খেলাফত মজলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গির হোসেন; জমিয়তে ওলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি; এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউনূস।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande