চোপড়া, ৫ নভেম্বর (হি. স.) : ট্যাব কাণ্ডে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সাইবার থানার তদন্তকারী দল ও চোপড়া থানার পুলিশের যৌথ অভিযানে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম মেহেবুব আলম। এলাকায় অনলাইন ক্যাফে রয়েছে তার।
অন্যদিকে, বসিরহাট সাইবার থানার পুলিশ চোপড়া পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মহম্মদ ইয়াসিন আলি নামে আরেকজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ইয়াসিন পেশায় হাতুড়ে চিকিৎসক। তিনি আবার তৃণমূলের বুথ সভাপতি। চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাব কাণ্ডে নাম জড়িয়ে পড়ায় এদিন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে এদিনই দুই জেলার পুলিশ রওনা দিয়েছে। ট্যাব কাণ্ডে এদিনের দু’জনকে নিয়ে চোপড়া থানা এলাকার বাসিন্দা সহ মোট ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি