মুর্শিদাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.): বাড়ির পাশে খেলার সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রসাদপুরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম, জয় দাস (৪)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর গ্রামে।
ছোট্ট শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছোট্ট জয়ের অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারের সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / রাকেশ