বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ বেলঘরিয়াতে ১৬ দলের মধ্যেই শিরোপা দখলের লড়াই 
কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : সেলিব্রিটিদের নিয়ে এক পাড়া ক্রিকেটের আয়োজন। ১৬ টি দল খেলানোর পরিকল্পনা উদ্যোক্তাদের। উত্তর চব্বিশ পরগণা জেলার বেলঘরিয়া থানা এলাকার চার নম্বর যতীনদাস নগর বৈশাখি সংঘের মাঠে তা হবে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মে
বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ বেলঘরিয়াতে ঘোষণা


কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : সেলিব্রিটিদের নিয়ে এক পাড়া ক্রিকেটের আয়োজন। ১৬ টি দল খেলানোর পরিকল্পনা উদ্যোক্তাদের। উত্তর চব্বিশ পরগণা জেলার বেলঘরিয়া থানা এলাকার চার নম্বর যতীনদাস নগর বৈশাখি সংঘের মাঠে তা হবে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন বাংলার তারকা ও কোচ এবং ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। জার্সি উন্মোচন পর্বে গায়ক নচিকেতা চক্রবর্তী উপস্থিত ছিলেন।বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ সংক্ষেপে বিপিসিএল। আগামী ১৪,১৫,১৬ ফেব্রুয়ারি ২০২৫ ওই প্রতিযোগিতা। ১৯ জানুয়ারি নিলাম হবে। তবে, তার আগে ৫ জানুয়ারি খেলা শুরুর আগে চলবে মহড়া। উত্তরবঙ্গের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। বিমানে যাতায়াতের জন্য আপ ও ডাউনের সুবিধা রয়েছে। সেমিফাইনালে পৌঁছে যাওয়া চারটি দলকে খেলার ড্রেস, ব্যাগ ও নামী কোম্পানির জুতো দেওয়া হবে সমস্ত খেলোয়াড়দের। বিজয়ী ও বিজিত উভয় দলের জন্য ৮-১০ লাখ টাকা অর্থমূল্যের নগদ পুরস্কার রয়েছে। এই প্রতিযোগিতার ম্যান অফ দ্য সিরিজ - বাইক অথবা গাড়ি পুরস্কার হিসেবে পাবে। স্কুটি পুরস্কার হিসেবে রাখা হয়েছে সেমিফাইনাল ও ফাইনাল এই দুই পর্যায়ে। সুন্দরবন থেকে শুরু করে কলেজ স্ট্রিটের বইপাড়া, ডেকার্স লেন এর অফিস পাড়া হয়ে জেলা থেকেও একাধিক দল যোগ দেবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande