কদমতলা (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার উত্তর জেলার কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স হলে শিক্ষা দফতর আয়োজিত স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে ব্লক ভিত্তিক বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক হিমাংশু দেবনাথ, প্রদেশ বিজেপির নেতৃত্ব দিলীপ তাঁতি প্রমুখ। এদিন কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন মন্ত্রী টিংকু রায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ