আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.) : ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট বরাদ্দ অনুসারে গৃহীত পরিকল্পনাগুলির অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পশ্চিম জেলা ভিত্তি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের। এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনটি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলাশাসক, বিধায়ক, জেলা সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।
বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলাভিত্তিক পর্যালোচনা সভা করেন তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন তিন দপ্তরের আধিকারিক,পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়িকা মিনারানী সরকার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহকারী সভাধিপতি, পশ্চিম জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে ২০২৪-২৫ অর্থবর্ষের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে প্রতিবন্ধকতাগুলি নিয়ে বিধায়ক ও অন্যান্যদের পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি মাংস, মাছ, দুধ এবং ডিম উৎপাদনে পশ্চিম জেলার কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে পশ্চিম জেলায় দুধ, মাছ, মাংস এবং ডিম উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বৈঠক থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ