গৃহস্থ হিংসা রুখতে শিশু এবং মহিলাদের বাঁচাতে অভিনব উদ্যোগ দাভা ইন্ডিয়া'র
কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : গৃহস্থ হিংসা রুখতে বিশেষ করে শিশু ও মহিলাদের বাঁচাতে অগ্রণী ভূমিকায় দাভা ইন্ডিয়া। এক নতুন পদক্ষেপ ওই সংস্থার তরফেও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ডা. সুজিত পাল। - স্টপ
কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : গৃহস্থ হিংসা রুখতে বিশেষ করে শিশু ও মহিলাদের বাঁচাতে অগ্রণী ভূমিকায় দাভা ইন্ডিয়া। এক নতুন পদক্ষেপ ওই সংস্থার তরফেও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ডা. সুজিত পাল। - স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স, এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের মহিলা ও পুরুষ, এমনকি শিশুদেরও অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই পদক্ষেপ দাভা ইন্ডিয়া'র। স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স - নতুন ওই কর্মসূচি পালনের মাধ্যমেই তা সবিস্তারে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সকলের নাগালের মধ্যেই রয়েছে এবং সাশ্রয় মূল্যে উচ্চমানের জেনেরিক ওষুধ সাধারণ মানুষের স্বার্থের জন্যই নিবেদিত - দাভা ইন্ডিয়া। ওই সংস্থার সদর দপ্তর রয়েছে গুজরাটের সুরাটে। জোটা হেল্থ কেয়ার লিমিটেডের গ্রুপের কর্ণধার ডাঃ সুজিত পালের প্রচেষ্টায় ১২০০ এর বেশি স্থানে ইতিমধ্যেই তা পৌঁছে দিতে সচেষ্ট ওই গোষ্ঠী। তৎসহ ১.২ কোটিরও বেশি গ্রাহকের সঙ্গে দাভা ইন্ডিয়া দ্রুততার সঙ্গে দেশজুড়েই ছড়িয়ে পড়েছে। ওষুধ ব্যবসার পাশাপাশি দাভা ইন্ডিয়া গোষ্ঠীর, পারিবারিক সহিংসতা - বর্তমান পরিস্থিতিতে এর মোকাবিলায় দৃষ্টান্তমূলক এই উদ্যোগ ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande