কৃষকরা মাটির উর্বরতা বাড়াতে সঠিক পদ্ধতি গ্রহণ করলে কৃষিক্ষেত্রের বিকাশ ত্বরান্বিত হবে : কৃষিমন্ত্রী
কমলপুর (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : কৃষকরা মাটির উর্বরতা বাড়াতে সঠিক পদ্ধতি গ্রহণ করলে কৃষিক্ষেত্রের বিকাশ ত্বরান্বিত হবে। তাছাড়াও কৃষকরা বৈজ্ঞানিক চাষাবাদে অভ্যস্ত হলে রাজ্যে কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত দেখা দেবে। বৃহস্পতিবার ধলাই জেলার সালেমায় কৃ
কৃষিমন্ত্রী


কমলপুর (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : কৃষকরা মাটির উর্বরতা বাড়াতে সঠিক পদ্ধতি গ্রহণ করলে কৃষিক্ষেত্রের বিকাশ ত্বরান্বিত হবে। তাছাড়াও কৃষকরা বৈজ্ঞানিক চাষাবাদে অভ্যস্ত হলে রাজ্যে কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত দেখা দেবে। বৃহস্পতিবার ধলাই জেলার সালেমায় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, রাজ্যে সুস্থায়ী কৃষি উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই এই লক্ষ্যে উদ্যোগ নিয়েছে। কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ সূচনার পাশাপাশি এদিন সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব মাটি দিবস উদযাপন ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক পল দাংশু, নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের সদস্য প্রদীপ বরণ রায়, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande