নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : ভারতে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেটসুন পমা ওয়াংচুক। আগামী দু'দিন ভারতেই থাকবেন তাঁরা। এ দিন ভারতের মাটিতে পা দিয়েই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্তারা রাজা-রানীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন দুপুরে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং তাঁর স্ত্রী জেটসুন পমা ওয়াংচুক। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা। এদিন অতিথিদের নিজ বাসভবন ঘুরে দেখান মোদী। এরপর বৈঠকে বসেন তাঁরা। প্রসঙ্গত, মূলত ভারত এবং ভুটানের অভ্যন্তরীণ সম্পর্কের ভিত আরও মজবুত করতেই এই প্রয়াস।
হিন্দুস্থান সমাচার / রাকেশ