মন্ত্ৰী হচ্ছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বাঁধভাঙা উচ্ছ্বাস পাথারকান্দিতে
মন্ত্ৰী হচ্ছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বাঁধভাঙা উচ্ছ্বাস পাথারকান্দিতে
ভাবী মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল। বাঁধভাঙা উচ্ছ্বাস পাথারকান্দিতে


পাথারকান্দি (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : অসম সরকারের মন্ত্রিসভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অন্তৰ্ভুক্ত করায় মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মাকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন পাথারকান্দি বিধানসভা এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও সমর্থকরা। কৃষ্ণেন্দুকে মন্ত্রী করা হচ্ছে, এই খবরে গোটা পাথারকান্দি বিধানসভা এলাকায় বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে।

আজ বৃহস্পতিবার বিকালে সামাজিক মাধমে রাজ্যের চার বিধায়ককে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার খবর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এর পর সন্ধ্যায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে এসে হাজির হয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা করেন। দলের কার্যকর্তা ও সমর্থকরা রাস্তায় বাজি-পটকা পুড়িয়ে তাঁদের উচ্ছ্বস প্রকাশ করেছেন।

এদিকে মন্ত্রিত্ব পেয়ে প্রথম প্রতিক্রিয়ায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, ‘আজ আমরা সবাই আনন্দিত। কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী হিসেবে আমার নাম ঘোষণা করেছেন। তাই আমার ওপর মুখ্যমন্ত্রীর আস্থা ও বিশ্বাস যাতে সবসময় অটুট থাকে, তার প্রতি যত্নশীল থাকব। মা কামাখ্যার কাছে প্রার্থনা করি, যাতে গোটা অসমের জন্য আমি নিষ্ঠা সহকারে কাজ করে যেতে পারি। আমার মাথায় মুখ্যমন্ত্রীর আশীৰ্বাদ সবসময় থাকবে, এটাই কামনা করছি।’

বিধায়ক পাল পাথারকান্দির উভয় মণ্ডলের কার্যকর্তা ও ভোটারদের দেবতুল্য বলে সম্বোধন করে বিগত ২০১৬ থেকে পর পর দুবার তাঁকে মূল্যবান ভোটে জয়ী করে যে ইতিহাস রচনা করেছেন তার জন্য প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আজ বাজারিছড়ায়ও দলীয় কার্যকর্তারা বাজি-পটকা পুড়িয়ে আনন্দোল্লাসে মেতে উঠেছেন। তাঁরা মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা-কি জয় ধ্বনি দিয়ে তাঁদের আনন্দোচ্ছ্বাস প্রকাশ করেছেন।

কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হচ্ছেন, এ প্রসঙ্গে বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মিলনকুমার দাস বলেন, আজ পাথারকান্দির জন্য নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আমাদের বিধায়ক মন্ত্রী হতে চলেছেন। তাই লোয়াইরপোয়া মণ্ডলের সব কার্যকর্তা অনেক অনেক খুশি। আগামীদিনে আমরা আরও এগিয়ে যেতে পারব। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

বাজারিছড়া নেতাজি সংঘের সাধারণ সম্পাদক অমিত দেব ভাবী মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কালাছড়া বাজার এলাকায় দলীয় কার্যকর্তারা লাড্ডু বিতরণও করেছেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলীয় কার্যকর্তা অলক দে, অনুপ দে, সিদ্ধার্থ দাস, রাজকুমার দাস, দেবু দে, পৃথ্বীশ দাস, পাপাই নাগ, পার্থ নাগ, রতন চক্রবর্তী, অনুপম মালাকার, বিধুর সিংহ প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande