কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): চলতি সপ্তাহের শেষেই পারদ-পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। এ ছাড়াও দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হতে পারে তুষারপাত। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং-এ।
বৃহস্পতিবারই কলকাতায় কমেছে তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। পরবর্তী তিন দিনে আরও নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। সপ্তাহভর পরিষ্কার থাকবে আকাশ। সব জেলাতেই সকালের দিকে কম-বেশি হালকা কুয়াশা দেখা যাবে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। শুক্রবার মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ