বাংলাদেশে অস্থিরতায় এপাড়ে সীমান্তে ব্যবসায় মন্দা মোটর শ্রমিকদের
আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : ভারত ও বাংলাদেশের একাংশ মানুষের কট্টরপন্থী মনোভাবের কারণে দিনের পর দিন সমস্যায় পড়ছেন এপাড়ের মোটর শ্রমিকরা। তারা এই অবস্থার অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক তা চাইয়াছেন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন স্ব
মোটর শ্রমিক


আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : ভারত ও বাংলাদেশের একাংশ মানুষের কট্টরপন্থী মনোভাবের কারণে দিনের পর দিন সমস্যায় পড়ছেন এপাড়ের মোটর শ্রমিকরা। তারা এই অবস্থার অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক তা চাইয়াছেন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন স্বভাবিক ছিল তখন শুধুমাত্র আগরতলার আখাউড়া সীমান্ত দিয়েই প্রতিদিন এগারশ থেকে বারশ লোক প্রতিদিন যাতায়াত করতো বলে জানান আখাউড়া সীমান্তের ভারতীয় অংশের এক অটো চালক নিরঞ্জন দাস।

তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের পর থেকে দুই দেশের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা ধীরে ধীরে কমে আসছে। আর সাম্প্রতিককালের উত্তেজনার ফলে তা প্রতিদিন গড়ে একশ জনের নিচে নেমে এসেছে। অথচ আখাউড়া থেকে আগরতলার বিভিন্ন জায়গায় যাত্রী পরিবহণের জন্য এই রুটে ব্যাটারি রিক্সা ও অটো মিলে প্রায় ৫০টি রয়েছে। এই অবস্থায় এক একজন চালক দুই দিনেও একটি ট্রিপ পাচ্ছে না বলেও জানান।

অপরদিকে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসা অনেকেই হোটেলে না পেয়ে পরিচিত লোকেদের বাড়িতে উঠেন। এই পরিস্থিতির জন্য তারা যতদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন তার আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার দক্ষিণ ভারতের চিকিৎসা করিয়ে সোজা বাংলাদেশ ফিরে যাচ্ছেন। তাদের অনেকেই জানান এখানে থাকার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কথা চিন্তা করে দেশে ফিরে যাচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande