উদয়পুর (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : বিজ্ঞান চেতনার প্রসার ও বিকাশে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। ডিজিটাল ইন্ডিয়া- ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার জন্য বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞান চেতনার প্রসারে ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। বৃহস্পতিবার গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী গোমতী জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, চন্দ্রপুর কলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌসুমী সাহা, গোমতী জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরাণী দাস ও উদয়পুর মহকুমার মহকুমা শাসক ত্রিদিব সরকার প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das