আইপিএলের শীর্ষে কারা? কলকাতা কোথায়?
কলকাতা, ২৮ মার্চ (হি.স.): বুধবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তিনে উঠে এসেছে।
ipl002


কলকাতা, ২৮ মার্চ (হি.স.): বুধবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তিনে উঠে এসেছে। কোনো পয়েন্টই এখনও পায়নি মুম্বই। পয়েন্ট তালিকায় বাকিদের সঙ্গে কলকাতা কোথায়?

আইপিএলে এখন চারটি দল একটি করে ম্যাচ খেলেছে, আর ৬টি দল দুটি করে ম্যাচ খেলেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। দু’টি ম্যাচেই জিতে চার পয়েন্ট পেয়েছে। রান রেট (১.৯৭৯)। এর পরে রয়েছে রাজস্থান রয়ালস। একটি ম্যাচ থেকে তাদের সংগ্রহ দু’পয়েন্ট। রান রেট ১.০০০। গতকাল জিতে তিনে উঠে এসেছে হায়দরাবাদ। ২ ম্যাচে তাদের ২ পয়েন্ট। রান রেট ০.৬৭৫। চারে কলকাতা। এক ম্যাচে খেলে জিতেছে।তাদের ২ পয়েন্ট।

আর রান রেটের বিচারে পঞ্জাব, বেঙ্গালুরু এবং গুজরাট রয়েছে পাঁচ থেকে সাত নম্বরে। এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি দিল্লি, মুম্বই এবং লখনউ। এদের মধ্যে মুম্বই দু’টি ম্যাচ হারলেও রান রেট কিছুটা ভাল থাকার জন্য রয়েছে নয় নম্বরে। দিল্লি এবং লখনউ একটি করে ম্যাচ খেলে জিততে পারেনি। দিল্লি আটে এবং লখনউ রয়েছে সবার শেষে।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande