গ্রেফতারের জন্য তৃণমূল নেতাদের নাম দেওয়া হয়েছে, এনআইএ-কে প্রশ্ন কুণালের
কলকাতা, ২৯ মার্চ, (হি.স.): জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে উদ্দেশ করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজ্য তৃণ
গ্রেফতারের জন্য তৃণমূল নেতাদের নাম দেওয়া হয়েছে, এনআইএ-কে প্রশ্ন কুণালের


কলকাতা, ২৯ মার্চ, (হি.স.): জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে উদ্দেশ করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজ্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি প্রশ্ন করলেন, গ্রেফতারের জন্য কি তৃণমূল নেতাদের নাম তুলে দেওয়া হয়েছে এনআইএ-কে?

এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ''নিউটাউনে এসপি ডি আর সিংহের বাড়িতে বৈঠক করেছেন ২ বিজেপি নেতা। গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে, এটা সত্যি না মিথ্যে?'' কুণালের অভিযোগ, ''ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে নোটিস জারি হয়েছে, কালও আরও নোটিস যাবে। নিজাম প্যালেসেও আধিকারিকদের সঙ্গে একই বিষয় নিয়ে বৈঠক করেছেন বিজেপির এক নেতা, এটা সত্যি না মিথ্যে?।''

সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ অভিযোগ করেন, ''এনআইএ-এর একজন এসপি, তিনি আইপিএস নন, দায়িত্বে এসপি। তাঁর বাড়িতে বিজেপির ২ নেতা বৈঠক করেছেন। সুখবৃষ্টি আবাসনের কাছাকাছি বাড়ি ওই আধিকারিকের। পরপর ২টি বৈঠক হয়। কেন ভোটের আগে এনআইএ-এর অফিসার বিজেপি নেতার সঙ্গে দুই দফায় বৈঠক করবেন। সেখানে যে দুইজন গিয়েছিলেন দুইজনেই প্রার্থী। আর এক নেতা নিজাম প্যালেসে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন।'' তাঁর আরও অভিযোগ, ''আগামীকাল এনআইএ অভিযান হবে পূর্ব মেদিনীপুর এবং আরও কয়েকটি জায়গায়। পর্যায়ক্রমে কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী ও সংগঠনের কয়েকজনকে সরাতে চাইছে। ওই তৃণমূল কর্মীদের তুলে এনে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ।'' কীভাবে তিনি এই খবর দিচ্ছেন, সেটাও খোলসা করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ''এনআইএ-এর একটি অংশ এই রাজনৈতিক লেঠেলের ভূমিকায় অংশ নিতে চান না। তাঁরাই এই খবর দিয়েছেন।''

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande