ইজরায়েলে ড্রোন হামলা ইরানের, উদ্বেগ প্রকাশ ভারতের
তেল আভিভ, ১৪ এপ্রিল (হি. স.): আশঙ্কা সত্যি হল। রবিবার ভোর হতে না হতেই ইজরায়েলে হামলা চালিয়ে দিল ইরান
drone


তেল আভিভ, ১৪ এপ্রিল (হি. স.): আশঙ্কা সত্যি হল। রবিবার ভোর হতে না হতেই ইজরায়েলে হামলা চালিয়ে দিল ইরান। জানা গেছে, ইজরায়েলে শতাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ভোররাত থেকেই তাদের দেশে শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এই আবহে জর্ডন, ব্রিটিশ এবং মার্কিন বাহিনী সাহায্য করছে ইজরায়েলকে। এই তিন দেশের বাহিনী নাকি ইরানের একাধিক ড্রোনকে গুলি করে নামিয়েছে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছে ভারত। বলা হয়েছে, ইজরায়েল এবং ইরানের মধ্যে বৈরিতায় আমরা গুরুতর উদ্বিগ্ন, যা সেই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে হুমকিস্বরূপ। আমরা দ্রুত এই পরিস্থিতির সমাপ্তি চাইছি। সংযম রেখে সহিংসতার পথ থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। ভারতের পাশাপাশি এই ঘটনার নিন্দা করেছে অস্ট্রেলিয়া, কানাডা সহ একাধিক দেশ।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande