(রাউন্ড আপ) অসমের প্রতিটি আসনে বিজেপি এবং এনডিএ প্রার্থীদের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর
অসম, ১৭ এপ্রিল (হি. স.) : মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার অসমের নলবাড়িতে আয়োজিত
(রাউন্ড আপ) অসমের প্রতিটি আসনে বিজেপি এবং এনডিএ প্রার্থীদের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর


অসম, ১৭ এপ্রিল (হি. স.) : মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার অসমের নলবাড়িতে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন এবং অসমের প্রতিটি আসনে বিজেপি এবং এনডিএ প্রার্থীদের বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।

এদিন অনুষ্ঠান চলাকালীন অসমের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, অসম বিজেপি রাজ্য সভাপতি শ্রী ভবেশ কলিতা, বারপেটা লোকসভা প্রার্থী শ্রী ফণী ভূষণ চৌধুরী, কোকরাঝাড়ের প্রার্থী শ্রী জয়ন্ত বসুমাতারী এবং গুয়াহাটির প্রার্থী শ্রীমতি বিজুলি কলিতা মেধি এবং অন্যান্য কর্মকর্তারা মঞ্চে উপস্থিত ছিলেন। এদিন বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১০ বছরের বিজেপি শাসনে দেশ ও উত্তর-পূর্বের জন্য করা জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেছেন এবং উত্তর-পূর্বকে উপেক্ষা করার জন্য কংগ্রেসের সমালোচনা করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজ ৫০০ বছর অপেক্ষার পর, ভগবান রাম তাঁর বিশাল মন্দিরে উপবিষ্ট হয়েছে। আজ, পবিত্র নগরী অযোধ্যায় রাম মন্দিরে সূর্য তিলক করে ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী পালিত হবে। আজ দেশটি কয়েক শতাব্দীর কঠোর পরিশ্রম ও প্রজন্মের আত্মত্যাগের কৃতিত্ব উদযাপন করছে। আজ যখন সূর্য দেবতা স্বয়ং ভগবান রামের জন্মদিন উদযাপন করতে অযোধ্যা ভূমিতে রশ্মি রূপে অবতীর্ণ হচ্ছেন, তখন সারা দেশে এক নতুন আবহ তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনসাধারণের উচ্ছ্বাস দেখে বলেছেন, যে ৪ জুনের ফলাফল কী হবে, তা জনতার উচ্ছ্বাস থেকে স্পষ্ট, '৪ জুন ৪০০ পার'। মোদী বলেন, ২০১৪ সালে, মোদী অসমের জনগণের সামনে একটি আশা নিয়ে এসেছিলেন, ২০১৯ সালে তিনি বিশ্বাস নিয়ে এসেছিলেন এবং আজ আমি আপনাদের সামনে মোদীর গ্যারান্টি নিয়ে এসেছি 'মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণের গ্যারান্টি'।

মোদী বলেন, বিহুর দিনে বিজেপি তাদের সংকল্প পত্র প্রকাশ করেছে। বিজেপি এমন একটি দল যা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র অনুসরণ করে। এনডিএ সরকারের প্রকল্পগুলিতে কোনও বৈষম্য নেই, বরং সমাজের প্রতিটি অংশ সেই সুবিধা পায়। এখন এনডিএ দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোর এবং যাদের প্রয়োজন তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ বছরে, গরিবদের জন্য আরও ৩ কোটি নতুন বাড়ি তৈরি করা হবে, কোনও বৈষম্য ছাড়াই বিনামূল্যে রেশনও দেওয়া হবে। বিজেপি তার সংকল্প পত্রে আরেকটি ঘোষণা করেছে যা দেশের প্রতিটি পরিবারকে উপকৃত করবে। মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে আয়ুষ্মান প্রকল্পের অধীনে ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক ব্যক্তিকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

মাননীয় প্রধানমন্ত্রী বিজেপির বিভিন্ন প্রকল্পের বিস্তৃতির বিবরণ দেওয়ার সময় বলেন যে, জনগণের বিদ্যুৎ বিল শূন্যের কোঠায় আনতে বিজেপি সরকার স্বল্পমূল্যে সোলার প্যানেল সরবরাহ করবে। তার ফলে বিদ্যুতের বিল শূন্য হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনও চার্জ করা যাবে এটা থেকে। এর ফলে ভ্রমণ খরচও কমে যাবে। দেশের কোটি কোটি মহিলা আজ স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত। বিজেপি সরকার ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি করবে। এখন মহিলারা ড্রোন পাইলট হবে। এই সিদ্ধান্তগুলি অসমের দরিদ্র, কৃষক, বঞ্চিত, দলিত এবং চা বাগানের শ্রমিকদের ব্যাপকভাবে উপকৃত করবে। অসমের বিখ্যাত অসমীয়া খার ভাতের কথা উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে, বিজেপি সরকার অসমের কৃষকদের জন্য খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে। অসমের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ৫৪০০ কোটি টাকার বেশি অর্থ পেয়েছেন। আগামীদিনেও কোনও বৈষম্য ছাড়াই এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন তাঁরা।

মোদী বলেন যে, এখন সারা দেশে মোদীর গ্যারান্টি চলছে এবং সমগ্র উত্তর-পূর্ব ভারত মোদীর গ্যারান্টির সাক্ষী। কংগ্রেস সরকার উত্তর-পূর্ব ভারতে শুধু সমস্যাই তৈরি করে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি উত্তর-পূর্বকে সম্ভাবনার ক্ষেত্র হিসেবে পরিণত করেছে। কংগ্রেস বিচ্ছিন্নতাবাদকে উৎসাহ দিত, কিন্তু মোদী উত্তর-পূর্বকে শান্তি দেওয়ার ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রচেষ্টা করে গেছেন। কংগ্রেস ৬০ বছরে যা করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি ১০ বছরে তা করেছে। কারণ মোদীর কাছে জনগণের স্বপ্নই হল মোদীর স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি বলেছেন যে মোদীর প্রতিটি মুহূর্ত দেশ ও জনগণের স্বপ্নের জন্য নিয়োজিত, তাই ২০৪৭ সালের বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ২৪x৭ কাজ করে চলেছে মোদী। বিজেপি মুসলিম মহিলাদের তিন তালাকের মতো প্রথা থেকে মুক্তি দিয়েছে। অসমের উন্নয়ন প্রমাণ করে যে, যখন উদ্দেশ্য সঠিক থাকে, তখন ফলাফলও সঠিক হয়। কংগ্রেস রাজনৈতিক লাভের জন্য এই অঞ্চলকে তাদের অধীনে রেখেছিল, যাতে দুর্নীতি ও লুটপাটের দরজা খোলা থাকে। কিন্তু এখন অসমে 'সবকা সাথ এবং সবকে বিকাশ' কার্যকর করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে, অসমে দেশের বৃহত্তম সেমি-কন্ডাক্টর ফেসিলিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ২৭ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। আগামী সময়ে, অসম সেমি-কন্ডাক্টর সেক্টরের একটি বড় কেন্দ্র হিসাবে সারা বিশ্বে পরিচিতি পাবে। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এটা এই এলাকার উন্নয়নে নতুন শক্তি যোগাতে চলেছে। উত্তর-পূর্বে এই বিনিয়োগ বিকশিত ভারতের সংকল্পকে আরও শক্তিশালী করতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে, বিজেপির সবচেয়ে বড় অগ্রাধিকার হল, উত্তর-পূর্বের যুবকদের জন্য সুযোগ তৈরি। এই সুযোগগুলি বাড়তে থাকবে, এটাই মোদীর গ্যারান্টি। আজ, অসম শুধুমাত্র অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লাই দিচ্ছে না, উন্নয়নের নতুন রেকর্ডও তৈরি করছে। অসমে আগে যেখানে রাস্তা ছিল না, সেখানে গত ১০ বছরে ২৫০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি করা হয়েছে। অসমের দারাং, উদালগুড়ি, বারপেটা এবং কোকরাঝাড় এলাকায় ২০০০ কোটি টাকার প্রকল্পের রাস্তা প্রকল্পের কাজ চলছে।

মোদী বলেন যে, নদীর ওপর দেশের বৃহত্তম সেতু ভূপেন হাজারিকা সেতু এবং দেশের দীর্ঘতম রেল-সড়ক সেতু বগিবিল ব্রিজ অসমে আছে। অসমের গুয়াহাটিতে এইমস হাসপাতাল হয়েছে। বরপেটা এবং কোকরাঝাড়েও মেডিক্যাল কলেজ খোলা হয়েছে। অসমের পাঁচটি জেলায় ক্যান্সার হাসপাতাল খোলার পরিকল্পনা নিয়েও দ্রুত গতিতে কাজ চলছে। ৬টি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের সূচনা হয়েছে। উত্তর-পূর্বের শক্তির চাহিদা মেটাতে ৯০ হাজার কোটি ব্যয়ে উত্তর পূর্ব গ্যাস গ্রিড তৈরি করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা যোজনার অধীনে বারাউনি গুয়াহাটি পাইপলাইন দেশকে উৎসর্গ করা হয়েছে। এগুলো শুধু উন্নয়নের পরিসংখ্যান নয়, প্রচেষ্টার উদাহরণ। বিজেপি সরকারের অধীনে, দেশে বনাঞ্চল বিস্তৃত হয়েছে এবং চিতাবাঘের সংখ্যাও বেড়েছে। জীববৈচিত্র্য অসমের একটি বড় শক্তি। বিজেপি তার ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার দেশের ঐতিহ্যকে বিশ্ব মানচিত্রে পৌঁছে দেবে, যা অসমে পর্যটনের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নও লক্ষ্য বিজেপির। বরপেটাকে বৈকুণ্ঠ ধাম করে শ্রদ্ধা জানিয়েছে বিজেপি। কাশী বিশ্বনাথ ধাম যেমন প্রসারিত হয়েছে, তেমনই কামাখ্যা করিডোরও অসমে প্রসারিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন যে, বিজেপি সরকার অসমের মহান যোদ্ধা লাচিত বারফুকানের ৪০০তম জন্মবার্ষিকী সারা দেশে উদযাপন করেছে। অসমের গামোচা-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন স্বয়ং মোদী নিজেই। দেশের ঐতিহ্য নিয়েও কংগ্রেস উপহাস করে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস অসমের স্থানীয় ঐতিহ্যের পোশাক নিয়েও উপহাস করে। কংগ্রেস অসমের জনগণের আবেগকে সম্মান করে না। মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের উন্নয়নের জন্য এত কঠোর পরিশ্রম করছেন যে এখান থেকে কংগ্রেসের আর কোনও সুযোগ নেই। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টিকে দেওয়া জনগণের প্রতিটি ভোট ভারতকে বিকশিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী বারপেটা থেকে ফণী ভূষণ চৌধুরী, কোকরাঝাড় থেকে জয়ন্ত বসুমাতারি এবং গুয়াহাটি থেকে বিজুলি কলিতা মেধিকে জয়ী করার আবেদন জানান।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ / সোনালি




 

 rajesh pande