গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ, হেড টু হেড রেকর্ড ও পরিসংখ্যানে কোন দল এগিয়ে
কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.) : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধবার গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস ম
গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ, হেড টু হেড রেকর্ড ও পরিসংখ্যানে কোন দল এগিয়ে


কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.) : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধবার গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। এই ম্যাচ শুরুর আগে জেনে নিন দু'দলের পরিসংখ্যান।

আইপিএলে জিটি বনাম ডিসি হেড-টু-হেড :

**খেলা হয়েছে : ৩টি

**গুজরাট টাইটান্স জিতেছে: ২টি

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ১টি

**শেষ ফলাফল: দিল্লি ক্যাপিটালস ৫ রানে জিতেছে (২০২৩)।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে জিটি বনাম ডিসি হেড টু হেড:

**খেলা হয়েছে : ১টি

**গুজরাট টাইটান্স জিতেছে : ০

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ১টি

**শেষ ফলাফল: দিল্লি ক্যাপিটালস ৫ রানে জিতেছে (২০২৩)।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে জিটি সার্বিক রেকর্ড:

**ম্যাচ খেলেছে: ১৩টি

**গুজরাট টাইটান্স জিতেছে : ৮টি

**গুজরাট টাইটানস হেরেছে : ৫টি

**শেষ ফলাফল: পঞ্জাব কিংসের কাছে ৩ উইকেটে হেরেছে (২০২৪)

**গুজরাট টাইটানস সর্বোচ্চ স্কোর: ২৩৩/৩(২০) বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৪)

**গুজরাট টাইটানস সর্বনিম্ন স্কোর: ১২৫/৬(২০) বনাম দিল্লি ক্যাপিটালস (২০২৩)।

জিটি বনাম ডিসি আইপিএল ম্যাচে সবচেয়ে বেশি রান :

**শুভমান গিল (জিটি) : ৩ ম্যাচে ১০৪ রান

**হার্দিক পান্ড্য (জিটি):৩ ম্যাচে ৯৫ রান।

**অক্ষর প্যাটেল (ডিসি):৩ ম্যাচে ৭১ রান।

জিটি বনাম ডিসি আইপিএল ম্যাচে সবচেয়ে বেশি উইকেট:

**মহম্মদ শামি (জিটি) : ৩ ম্যাচে ৯ উইকেট।

**খলিল আহমেদ (ডিসি) : ৪ ম্যাচের ৫ উইকেট।

**রশিদ খান (জিটি): ৩ ম্যাচে ৫ উইকেট।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande