এবার থেকে ভারত-পাকিস্তান আর এশিয়া কাপ আয়োজন করতে পারবে না, এমনই নির্দেশিকা আসছে
দুবাই, ১৭ এপ্রিল (হি.স.): দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারনে কেউ কারো দেশে গিয়ে খেলতে চায় না। গত
এবার থেকে ভারত-পাকিস্তান আর এশিয়া কাপ আয়োজন করতে পারবে না, এমনই নির্দেশিকা আসছে


দুবাই, ১৭ এপ্রিল (হি.স.): দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারনে কেউ কারো দেশে গিয়ে খেলতে চায় না। গত এশিয়া কাপ করা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে।বাধ্য হয়ে পাকিস্তানের ম্যাচ হয় শ্রীলঙ্কায় হয়েছিল।এমন জটিল পরিস্থিতিতে আর পড়তে চায় না এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। ভবিষ্যতে এশিয়া কাপ এই দুই দেশের বাইরের ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে এসিসি। আগামী মাসে ৪ থেকে ৮ বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া স্বত্ব বিক্রির পরিকল্পনা করতে যাচ্ছে এসিসি। এখানেই আয়োজক নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হবে। এর ফলে স্বাগতিকদের তালিকায় থাকতে চলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande