কাল‌বৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পাথারকা‌ন্দি, অন্ধকা‌রে নিমজ্জিত গোটা এলাকা
পাথারকা‌ন্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : কালবৈশাখীর রোষান‌লে প‌ড়ে ব্যাপক ক্ষ‌তিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ
কাল‌বৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পাথারকা‌ন্দি, অন্ধকা‌রে নিমজ্জিত গোটা এলাকা


পাথারকা‌ন্দি (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : কালবৈশাখীর রোষান‌লে প‌ড়ে ব্যাপক ক্ষ‌তিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকা। আজ বুধবার বিকা‌লে আচমকা কাল‌বৈশাখীর তাণ্ডব শুরু হয় পাথারকা‌ন্দির স্থা‌নে স্থা‌নে। তবে প্রকৃতির রোষে কোনও হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

এতে বিদ্যুৎ পরিবাহী খুঁটি ভেঙে ধরাশায়ী হওয়ায় গোটা এলাকা অন্ধকা‌রে ডু‌বে আছে। আজকের ঝ‌ড়ঝঞ্ঝায় চাঁদখিরা, তিনখাল, বৈঠাখাল, সোনা‌খিরা, সলগই, হা‌তিখিরা, ‌লোয়াইর‌পোয়া, বাজা‌রিছড়া, কটাম‌ণি, ইচা‌বিল, আদম‌টিলা, চুরাইবা‌ড়ি এলাকায় ব্যাবপক ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে। ভূপ‌তিত হ‌য়ে‌ছে বেশ ক‌য়েকটি বসতগৃহ।

পাশাপা‌শি বহু বাড়িঘরের টি‌নের ছাউনি উড়ে গে‌ছে। স্থা‌নে স্থা‌নে গাছপালা ভেঙে গ্রামীণ সড়কে পড়ে যাওয়ায় মানুষের চলাচল বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে। বহু গৃহস্থ বা‌ড়ির ফসলও তছনছ হয়ে গেছে বলে খবর পাওয়া গে‌ছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ / সমীপ




 

 rajesh pande