'ভুয়ো' পোলিং এজেন্টকে ঘাড়ধাক্কা দিয়ে বহিষ্কার
শিলিগুড়ি, ১৯ এপ্রিল, (হি.স.): পোলিং এজেন্টের ‘ভুয়ো’ পরিচয় দিয়ে বসেছিলেন বুথে। ভোটগ্রহণ কেন্দ্র পরিদর
'ভুয়ো' পোলিং এজেন্টকে ঘাড়ধাক্কা দিয়ে বহিষ্কার


শিলিগুড়ি, ১৯ এপ্রিল, (হি.স.): পোলিং এজেন্টের ‘ভুয়ো’ পরিচয় দিয়ে বসেছিলেন বুথে। ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনে এসে সেই তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিলেন জলপাইগুড়ি লোকসভার পুলিশ অবজ়ার্ভার।

শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের একটিয়াশাল এলাকায় তিলেশ্বরী হাই স্কুলের নির্বাচনী কেন্দ্র বিকেল থেকেই উত্তপ্ত ছিল। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেখানে তৃণমূল সকাল থেকেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিধায়কের উপস্থিতিতে বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুললে পাল্টা তৃণমূলও স্লোগান তোলে।

পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে কেন্দ্রীয় বাহিনী-সহ ভক্তিনগর থানার পুলিশ লাঠি হাতে পরিস্থিতি সামলাতে মাঠে নামে। অন্য দিকে, ওই ঘটনার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনে আসেন জলপাইগুড়ি লোকসভার পুলিশ অবজার্ভার সিএস রাও।

বুথে ঢুকেই ভুয়ো পোলিং এজেন্টকে ধরে ফেলেন তিনি। ভোটগ্রহণ কেন্দ্র থেকে তাঁকে টেনে বার করে দেন। কেন্দ্রীয় বাহিনীর কাছে তিনি তথ্য নেন, কেন বাইরের মানুষ ওখানে রয়েছেন।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande