পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে ভোট পড়েছে ৮০.৪০ শতাংশ : রিটার্নিং অফিসার
আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে বিকাল ৫টা পর্যন্ত ৮০.৪০ শতাংশ
Election Tripura_Representational image


আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে বিকাল ৫টা পর্যন্ত ৮০.৪০ শতাংশ ভোট পড়েছে। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে বিকাল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৫-বিলোনিয়া বিধানসভা এলাকায। সেখানে ভোট পড়েছে ৮৫.৬৪ শতাংশ। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের রিটার্নিং অফিসার ড. বিশাল কুমার এ কথা জানান।

সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার আরও জানান, ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ১,৬৮৬ ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে কিছু কিছু ভোটগ্রহণ কেন্দ্রে বিকাল ৫–টার পরও ভোটগ্রহণ চলেছে। আশা করা হচ্ছে আরও ২-৩ শতাংশ ভোটের হার বাড়বে। এদিন শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এজন্য তিনি রাজনৈতিক দলগুলিকে অভিনন্দন জানান।

তিনি জানান, সকাল থেকে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত অভিযোগ এসেছে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পত্তি নষ্ট বা আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। তিনি জানান, নির্বাচনে অনিয়মের অভিযোগে ২ জন ভোটগ্রহণ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়াও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৬৪ শতাংশ। ভোটের দিন সকাল থেকেই নানা অভিযোগে জর্জরিত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোট। ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এবং ভোটারদের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে শাসক দলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী সহ পুলিং এজেন্টরা।

অপরদিকে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ বিরোধীরা ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত শাসক বিরোধী উভয় দলের প্রতিনিধি নালিশ জানাতে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগারওয়াল এবং পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ড. বিশাল কুমারের কাছে যান।

হিন্দুস্থান সমাচার / সুভাষ / সমীপ




 

 rajesh pande