ত্রিপুরার মেলাঘরে সড়ক দুর্ঘটনা, হত অটোচালক, গুরুতর আহত ১১ মাসের শিশু সহ চার
বক্সনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : দুটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন অটোচালক।
Two passenger autos collided head-on in Melaghar


বক্সনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : দুটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন অটোচালক। একই ঘটনায় আহত হয়েছেন ১১ মাসের শিশু সহ চারজন। ঘটনা শুক্রবার বিকালে সিপাহিজলা জেলার অন্তৰ্গত মেলাঘর মূল সড়কের নেতাজি চৌমুহনি সংলগ্ন এলাকায় সংঘটিত হয়েছে।

জানা গিয়েছে, টিআর ০৮ এ ২৬২১ নম্বরের একটি অটোর চালক ইব্রাহিম মিয়াঁ মেলাঘর পেট্রোল পাম্প থেকে গ্যাস ভর্তি করে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সে সময় নেতাজী চৌমুহনি এলাকায় অপরদিক থেকে আগত টিআর ০৭ ৪৮০৬ নম্বরের অটোর সাথে সংঘর্ষ হয়। এতে অটো দুটি ভেঙে দুমড়ে-মুচড়ে গিয়েছে।

ঘটনাস্থলে অটো চালক ইব্রাহিম মিয়াঁ রাস্তায় ছিটকে পড়েন। অপর অটো চালক রামকৃষ্ণ সাহা ও তাঁর অটোর যাত্রী সঙ্গীতা দাস, সরস্বতী দাস এবং ১১ মাসের এক শিশু আহত হয়েছে।

আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে অটো চালক ইব্রাহিম মিয়াঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গেছে, মৃত অটো চালকের বাড়ি বিলোনিয়ায়। অন্যদিকে মোহনভোগের অটো চালক রামকৃষ্ণ সাহা, গুরুতর আহত হওয়ায় তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীদের অনুমান। আজ ভোটের দিন রাস্তা ফাঁকা থাকায় অটো দুটির গতিবেগ অত্যন্ত বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি অটোকে থানায় নিয়ে গেছে। সংঘটিত এই দূর্ঘটনা সংক্রান্ত একটি মামলা রুজু করেছে পুলিশ।

এদিকে ইব্রাহিম মিয়াঁর মৃতদেহ মেলাঘর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande