বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে, তোপ মমতার
মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল (হি.স.) : ‘‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নই। কিন্তু বি
“বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে”, তোপ মমতার


মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল (হি.স.) : ‘‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নই। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে।” শুক্রবার জঙ্গিপুরের জনসভায় এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি আসলে পকেটমারদের নীতিতে চলে”!

গত কয়েক বছরে বিভিন্ন ঘটনায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী কেন্দ্রীয় বাহিনীকে তোপ দেগেছেন। কোনও সময় মনে হয়নি মুখ্যমন্ত্রী তাঁদের ভালবাসেন। তা দেখে দলের একাধিক নেতানেত্রী আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্বেষ উগরে দিয়েছেন। এতে কাজ করতে গিয়ে নানা সময় আক্রান্ত হয়েছেন রক্ষীরা।

এ দিন মমতা বলেন, “আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব।’’

মমতা বলেন, “ওরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমি কর্মশ্রী করেছি। ৫০ দিন কাজ করলেই টাকা পাবেন।” উত্তরবঙ্গে প্রথম দফার লোকসভা ভোট চলাকালীনই দক্ষিণবঙ্গের জঙ্গিপুরে প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী। জঙ্গিপুরে ভোট ৭ মে। মমতার জনসভা ছিল তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande