বিজেপি দেশে ২০০ আসনও পাবে না, ফের দাবি মমতার
মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল, (হি.স.): এবারের লোকসভা ভোটে বিজেপি দেশে ২০০টি আসন ও পাবে না। শুক্রবার মুর্
বিজেপি দেশে ২০০ আসনও পাবে না, ফের দাবি মমতার


মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল, (হি.স.): এবারের লোকসভা ভোটে বিজেপি দেশে ২০০টি আসন ও পাবে না। শুক্রবার মুর্শিদাবাদের হরিহর পাড়ার নির্বাচনী সভা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করলেন।

গত ৩১ মার্চ দিল্লিতে আইএনডিআই জোটের মঞ্চে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, 'এই যে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছেন, ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়া না থাকলে এরা ১৮০ আসনও পাবে না।' মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, বিজেপি ২০০ আসনও পাবে না।'’ এর পর মঙ্গলবার জলপাইগুড়িতে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করতে গিয়ে বলেন, “বিজেপি ২০০ আসন পার করতে পারবে না।” গত বুধবার (১৭ এপ্রিল) ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের সাহারানপুরে প্রচারণা চালিয়ে বলেন, ইভিএমের কোনও কারচুপি না হলে এবং সুষ্ঠু নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি ১৮০ টির বেশি আসন পাবে না।

২০২১-এর ভোটে পশ্চিমবঙ্গে ২০০ পারের স্লোগান তুলছিল বিজেপি। যদিও ৭৭টি আসনে থামতে হয়েছিল গেরুয়া শিবিরকে। ২৪ এর লোকসভা ভোটেও সারাদেশে বিজেপির ফল ’২১-এর পশ্চিমবঙ্গের মতোই হবে বলে শুক্রবার দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন এ কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, মানুষের চোখ বলছে এবারে আর বিজেপি ক্ষমতায় আসবে না। সরকার গড়বে আইএনডিআই জোট।

বিভিন্ন সমীক্ষায় অবশ্যই এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। ওই প্রসঙ্গে মমতা বলেন, ওগুলো সব কাগুজে সমীক্ষা। লক্ষ লক্ষ টাকা ঢেলে বিজেপি এই সমীক্ষা করিয়েছে।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএমকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে ওদের মধ্যে বোঝাপড়া আছে। বাংলায় বিজেপি সিপিএম কংগ্রেস সব একই। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া।’’

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande