মণিপুরের মৈরাঙে গোলাগুলি, আতংকিত ভোটারকুল
বিষ্ণুপুর (মণিপুর), ১৯ এপ্রিল (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত মৈরাঙের একট ভোটকেন্দ্রে দু
Gunfire erupts at a polling booth in Moirang of Manipur


বিষ্ণুপুর (মণিপুর), ১৯ এপ্রিল (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত মৈরাঙের একট ভোটকেন্দ্রে দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। গোলাগুলির ঘটনায় ভোটারদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানে এ খবর লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারি সূত্রের খবর।

ঘটনা আজ শুক্ৰবার সকালে ইনার মণিপুর আসনের অন্তর্গত বিষ্ণুপুর জেলাধীন মৈরাং বিধানসভা এলাকার থামানপোকপিতে সংঘটিত হয়েছে। সকাল থেকে নাগরিকরা বেশ উৎসাহের মধ্য দিয়ে থামানপোকপির ওই ভোটকেন্দ্রে সারিবদ্ধভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছিলেন। কিন্তু আচমকা বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বন্দুকের গোলাগুলি।

সৌভাগ্যক্রমে গোলাগুলির ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রচণ্ড গুলির শব্দে ভোটের অপেক্ষায় দণ্ডায়মান আতংকিত ভোটাররা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।

সংশ্লিষ্ট ভোটকেন্দ্ৰ এবং তার আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী। পরিস্থিত আপাতশান্ত হলে প্রায় এক ঘণ্টা পর ফের শুরু হয় ভোটদান প্রক্রিয়া।

হিন্দুস্থান সমাচার / বৈভব / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande