নির্বাচনে পরাজয় সুনিশ্চিত বুঝেই বিরোধীরা নানান ভিত্তিহীন খবর প্রচার করেছে : রাজীব
আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এবং ৭ নম্বর রামনগর বিধানসভা কেন্দ্
নির্বাচনে পরাজয় সুনিশ্চিত বুঝেই বিরোধীরা নানান ভিত্তিহীন খবর প্রচার করেছে : রাজীব


আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এবং ৭ নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসাহ পরিলক্ষিত হয়েছে। ভোট দানে যাঁরা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি সাধারণ ও পুলিশ প্রশাসন, ভোটকর্মীদের ধন্যবাদ জানান সুন্দরভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করার জন্য।

তিনি বলেন, রাজ্যের মানুষ প্রধানমন্ত্রীর দেখানো পথকে অনুসরণ করে ভোট দানে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, আজ সকাল থেকে বিরোধীরা নানান ভিত্তিহীন খবর প্রচার করেছে। নির্বাচনে তাঁদের পরাজয় সুনিশ্চিত, এটা তাঁরা ভালো করে বুঝে গেছে। মানুষ তাঁদেরকে প্রত্যাখ্যান করেছেন। নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে তাঁরা মানুষের মধ্যে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন।

ভিত্তিহীন এ সব খবরের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande