'আমি এমন এক সাপ, যে ছোট-ছোট ইঁদুর ধরে খাই', প্রচারসভায় মন্তব্য মিঠুনের
উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল (হি.স.) : 'আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি এমন এক সাপ, যে ছোট-ছোট ইঁদুর
‘আমি এমন এক সাপ, যে ছোট-ছোট ইঁদুর ধরে খাই', প্রচারসভায় মন্তব্য মিঠুনের


উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল (হি.স.) : 'আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি এমন এক সাপ, যে ছোট-ছোট ইঁদুর ধরে খাই।' রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে প্রচারে গিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

জনতার অনুরোধে এদিন ছবির ডায়লগও বলতে শোনা যায় তাঁকে। তবে তা শোনা গেল একটু অন্য ঢঙে। এদিন তিনি বলেন, 'ডায়লগ বললে সমস্যা হয়! শেষ বার বলেছিলাম, আমার উপরে মামলা করে দিয়েছিল! আরে ফিল্মি ডায়লগ বলেছি, বলে আমি নাকি হিংসা ছড়াচ্ছি ওই সাপের ডায়লগে। সাপের ডায়লগ বলব আমি প্রয়োজনে একটু ঘুরিয়ে-ঘুরিয়ে পেঁচিয়ে-পেঁছিয়ে বলব।'

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের নির্বাচনী প্রচারে সভায় এদিন যোগ দেন তিনি। শুক্রবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চেপে রায়গঞ্জের মিরুয়ালের বিএসএফ শিবিরের হেলিপ্যাডে নামেন তিনি। রায়গঞ্জ শহরের একটি বেসরকারি হোটেলে অল্প সময় বিশ্রাম নিয়ে সড়কপথে কালিয়াগঞ্জ শহরের মণিবাগ পাড়ার প্রতিবাদ ক্লাবের মাঠে জনসভায় মিঠুন চক্রবর্তী যোগ দেন। দলীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে ভোট চাওয়ার পাশাপাশি তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande