গ্রাম ও দরিদ্রদের জন্য বড় দৃষ্টিভিঙ্গি ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি : প্রধানমন্ত্রী
আমরোহা, ১৯ এপ্রিল (হি.স.): গ্রাম ও দরিদ্রদের জন্য বড় দৃষ্টিভিঙ্গি ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপ
প্রধানমন্ত্রী


আমরোহা, ১৯ এপ্রিল (হি.স.): গ্রাম ও দরিদ্রদের জন্য বড় দৃষ্টিভিঙ্গি ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। দৃঢ়তার সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন দেশের ভবিষ্যতের নির্বাচন। এই নির্বাচনে আপনাদের প্রতিটি ভোট ভারতের ভাগ্য নিশ্চিত করবে। কিন্তু, ইন্ডি জোটের লোকজন সমস্ত শক্তি প্রয়োগ করে গ্রাম ও গ্রামাঞ্চলকে পিছিয়ে দিতে চায়। আমরোহা এবং পশ্চিম উত্তর প্রদেশের মতো এলাকাগুলি এই মানসিকতার কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

শুক্রবার উত্তর প্রদেশের আমরোহাতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশে টেক্সটাইল শিল্পের বিকাশের জন্য বিজেপি সরকার একটি টেক্সটাইল পার্ক তৈরি করছে। আমরোহার পোশাক শিল্পও এতে লাভবান হবে। এতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এখানকার বন্ধুরাও বিজেপি সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এবং মুদ্রা যোজনার সুবিধা পাচ্ছেন। মোদী সরকারের গত ১০ বছরে যা কিছু হয়েছে তা কেবল একটি ট্রেলার। উত্তর প্রদেশ এবং দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে আমাদের।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande