কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুললেন শাজিয়া, বিঁধলেন এএপি প্রধানকে
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): দিল্লির তিহার জেলে বসে অরবিন্দ কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুললেন
কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুললেন শাজিয়া


নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): দিল্লির তিহার জেলে বসে অরবিন্দ কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী শাজিয়া ইলমি। ডায়াবেটিস থাকা সত্ত্বেও আম খাওয়ার জন্য বিঁধলেন এএপি প্রধানকেও। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী শাজিয়া ইলমি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল জানেন, তাঁর কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয়। কেন কোনও সরকারী এজেন্সি তাঁর খারাপ স্বাস্থ্যের দায় নেবে এবং তাঁর জীবনের কোনও ক্ষতি করার চেষ্টা করবে?

শাজিয়া ইলমি আরও বলেছেন, তিনি অভিযোগ করছেন, জেল কর্তৃপক্ষ তাঁকে যে খাবার দিচ্ছে যা তার ক্ষতি করতে পারে। যখন থেকে সে হেফাজতে আছে, সে মাত্র দু'বার জেলের খাবার খেয়েছে, অন্যথায় সে শুধু ঘরের খাবার খায়। যার টাইপ-২ ডায়াবেটিস আছে, সে আম খাবে না। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। সে জানে তাঁর কী খাওয়া উচিত আর কী নয়।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande