অত্যধিক গরমে কাবু শহরবাসী, মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি
কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): প্রখর রোদ ও তাপের দাপটে জনজীবন নাজেহাল মহানগরী তিলোত্তমায়। তাপমাত্রা বেড়ে
অত্যধিক গরমে কাবু শহরবাসী


কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): প্রখর রোদ ও তাপের দাপটে জনজীবন নাজেহাল মহানগরী তিলোত্তমায়। তাপমাত্রা বেড়েই চলেছে। চড়া রোদে কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। একটানা রোদে দাঁড়িয়ে হাঁসফাঁস দশা ট্র্যাফিক পুলিশেরও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, আরও বাড়বে তাপমাত্রা।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। তীব্র গরমে পুড়ছে মহানগরী, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতার তাপমাত্রাও ক্রমেই ঊর্ধ্বমুখী থাকবে, আর এই গরমের কারণেই দুপুরে ফাঁকা হয়ে যাচ্ছে কলকাতার রাস্তাঘাট।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande