তিনটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ মণিপুরের কাংপোকপিতে, ক্ষতিগ্রস্ত ২ নম্বর জাতীয় সড়ক ও সেতু
কুকি জঙ্গিদের শায়েস্তা করতে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ দাবি নাগরিক সমাজের ইমফল, ২৪ এপ্রিল
3 IED blast rocks NH-2 in in Kangpokpi of Manipur


কুকি জঙ্গিদের শায়েস্তা করতে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ দাবি নাগরিক সমাজের

ইমফল, ২৪ এপ্রিল (হি.স.) : মণিপুরের কাংপোকপিতে তিনটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ সংঘটিত করেছে সন্দেহভাজন কুকি জঙ্গিরা। আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ নম্বর জাতীয় সড়ক ও সেতু। ফলে ডিমাপুরের সঙ্গে বন্ধ হয়ে পড়েছে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ঘটনা মঙ্গলবার রাত প্রায় ১২:২৫ মিনিট নাগাদ সংগঠিত হয়েছে। দ্বিতীয় দফার সংসদীয় নির্বাচনের প্রাক্কালে সংগঠিত এ ধরনের নাশকতামূলক কার্যকলাপে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন।

এদিকে শক্তিশালী বিস্ফোরণের ফর জাতী সড়কে তিনটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকায় টহলরত নিরাপত্তা কর্মীরা সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করা পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মধ্যরাতে আচমকা বিস্ফোরণের শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে গভীর রাত হওয়ায় জনমানবহীন ছিল জাতীয় সড়কটি। ফলে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইতিমধ্যে উপজাতীয় সংগঠন ঘটনার নিন্দা করেছে। গ্রামের নবীন-প্রবীণ এবং নাগরিক সংগঠনগুলি একটি জরুরি সভার আহ্বান করেছে। সংগঠনগুলি মণিপুরের অশান্তি নিরসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি হস্তক্ষেপ দাবি করে কুকি জঙ্গিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।

তাঁরা জানান, আজ এ ঘটনা সংঘটিত করেছে কেআরএ নামের জঙ্গি সংগঠন। একইভাবে গত ১৬ এপ্রিল ইউকেএনএ নামের এক সংগঠন কয়েকটি তেলবাহী ট্যাংকরে হামলা করে ক্ষতিগ্রস্ত করেছিল। এছাড়া ২০ এপ্ৰিল ৪০০ কেভি পিজিসিআিএল-এর টাওয়ার ধ্বংস করেছিল কেআরএ। নাগরিক সংগঠনগুলির বক্তব্য, ‘দিস ইজ টু মাচ। পিএম শুড ইন্টারফেয়ার দ্য মেটার।’

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande