পূর্ব ত্রিপুরা আসনে সরব প্রচারের শেষলগ্নে কুমারঘাটে বিজেপির সাড়া জাগানো রেলি
কুমারঘাট (ত্রিপুরা), ২৪ এপ্রিল (হি.স.) : অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষে আগামী ২৬ এপ্র
পূর্ব ত্রিপুরা আসনে সরব প্রচারের শেষলগ্নে কুমারঘাটে বিজেপির সাড়া জাগানো রেলি


কুমারঘাট (ত্রিপুরা), ২৪ এপ্রিল (হি.স.) : অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষে আগামী ২৬ এপ্রিল দেশের অন্যান্য জায়গার সাথে ত্রিপুরায় লোকসভার পূর্ব আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোট। নির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকেই প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। বুধবার নির্বাচনী প্রচারের শেষ দিন। অন্তিম দিনের প্রচারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ঊনকোটি জেলার কুমারঘাটে তাক লাগানো রোড-শো–এর আয়োজন করেছে বিজেপির পাবিয়াছড়া মণ্ডল কমিটি।

শেষ মুহূর্তে কুমারঘাট শহরের বুকে সহস্রাধিক কর্মী–সমর্থকদের প্রচার মিছিলে এদিন শামিল ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য রাজ্যস্তরীয় নেতারা। কুমারঘাটের বিজেপি দলীয় অফিস প্রাঙ্গণ থেকে গেরুয়া ঝাণ্ডার মিছিল বেরিয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ।

রোড-শো শেষে সংবাদ প্রতিনিধিদের প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, কুমারঘাটের পদযাত্রার জনপ্লাবণ জানান দিচ্ছে, এই আসনে প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। তিনি বলেন, এবারের নির্বাচনে ৪০০ পারের যে স্লোগান জোড়ালো হচ্ছে তা বাস্তবায়ন করতে দেশ তথা রাজ্যের ভোটাররাও সংকল্প নিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা আসনে যে হারে ভোট পড়েছে পূর্ব ত্রিপুরায়ও আগামীদিনে এই ধারা অব্যাহত থাকবে। ভোটের এই হার আরও বাড়তে পাড়ে বলেও শেষ মুহূর্তে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

পূর্ব ত্রিপুরা আসনে অন্তিম প্রচার রেলিতে কুমারঘাট শহরে জনতার এমন উপস্থিতি বিরোধীদের ঘুম কাড়বে বলেই অভিমত শাসক বিজেপি নেতৃত্বের।

হিন্দুস্থান সমাচার / সুভাষ / সমীপ




 

 rajesh pande