লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অসমের জেলে বন্দি খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং
ডিব্ৰুগড় (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনে নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে
Jailed pro-Khalistani leader Amritpal Singh (File pix)


ডিব্ৰুগড় (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনে নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অসমের ডিব্ৰুগড় জেলে বন্দি খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং। সূত্রের খবর জেলবন্দি খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং পঞ্জাবের খাদুর সাহেব কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনী ময়দানে নামতে চলেছেন৷

ডিব্রুগড়ে অবস্থানরত অমৃতপাল সিঙের আইনি পরামর্শদাতা রাজদেব সিং খালসা জানান, ওয়ারিস পাঞ্জাব দে-এর প্রধান আসন্ন নির্বাচনে নিরদলীয় প্রার্থী হিসেবে লড়বেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, পুলিশের কাছে আত্মসমর্পণের পর জাতীয় সুরক্ষা আইনের অধীনে ২০২৩ সালের এপ্রিল থেকে অসমের ডিব্রুগড় জেলে বন্দি রয়েছেন অমৃতপাল সিং।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande