ছত্তিশগড়ে দুর্নীতি ও নকশাল হিংসা দমন করেছে বিজেপি সরকার : প্রধানমন্ত্রী
সরগুজা, ২৪ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে দুর্নীতি ও নকশাল হিংসা দমন করেছে বিজেপি সরকার। জোর দিয়ে বললেন প
প্রধানমন্ত্রী


সরগুজা, ২৪ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে দুর্নীতি ও নকশাল হিংসা দমন করেছে বিজেপি সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, যারা হিংসা ছড়ায় কংগ্রেস তাঁদের সমর্থন করছে, তাঁদের শহীদ বলছে। এই কংগ্রেসের সবচেয়ে বড় নেতা সন্ত্রাসীদের হত্যায় চোখের জল ফেলে। এই ধরনের কর্মকাণ্ডের কারণে কংগ্রেস দেশের আস্থা হারিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বুধবার ছত্তিশগড়ের সরগুজাতে এক নির্বাচনী জনসভা করেন, এই জনসভা থেকে জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস শুধু আপনাদের সংরক্ষণ লুট করতে চায় না, তাঁদের অন্যান্য পরিকল্পনাও আছে, কংগ্রেসের উদ্দেশ্য ভালো নয়। তাদের উদ্দেশ্য, সংবিধান অনুযায়ী নয়, সামাজিক ন্যায়বিচার অনুযায়ী নয়। যদি কেউ আপনাদের সংরক্ষণ রক্ষা করতে পারে, তবে শুধুমাত্র বিজেপি তা করতে পারে।

প্রধানমন্ত্রীর কথায়, কয়েক বছর আগে, কংগ্রেস অন্ধ্রপ্রদেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল। তারপর সারা দেশে তা বাস্তবায়নের পরিকল্পনা করে কংগ্রেস। কংগ্রেস বলেছে যে এসসি/এসটি এবং ওবিসি কোটা চুরি করা উচিত এবং ধর্মের ভিত্তিতে কিছু লোককে সংরক্ষণ করা উচিত। মোদী বলেছেন, যখন কংগ্রেসের ইস্তেহার আসে, সেদিনই বলেছিলাম কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande