কেজরির গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ এএপি-র, বিজেপিকে বিঁধলেন কুলদীপ
নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান কেজরিওয়ালের গ্
বিজেপিকে বিঁধলেন কুলদীপ


নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বুধবার সকালে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করলেন তাঁর দলের নেতা-কর্মীরা। কেজরিওয়ালকে গ্রেফতারের পাশাপাশি জেলের মধ্যে তাঁকে ইনসুলিন দেওয়ার বিষয়ে বিরোধের প্রতিবাদ করেন এএপি নেতা-কর্মীরা। এএপি-র চিকিৎসক শাখাও বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন পূর্ব দিল্লি লোকসভা আসনের এএপি প্রার্থী কুলদীপ কুমারও। তিনি বলেছেন, যে মুখ্যমন্ত্রী দিল্লির জনগণকে সুযোগ-সুবিধা দিয়েছেন, বিজেপি তাঁকে ষড়যন্ত্র করে জেলে রেখেছে। মানুষ 'জেল কা জবাব ভোট সে' দিতে প্রস্তুত। কীভাবে তাঁকে জেলে অত্যাচার করা হচ্ছে এবং বিজেপি তাঁকে হত্যার চেষ্টা করছে... বিজেপির বলা উচিত, অরবিন্দ কেজরিওয়ালকে কেন ২৩ দিন ধরে ইনসুলিন দেওয়া হয়নি? তাঁরা সুষ্ঠু নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande