দলীয় প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করার আহ্বান কংগ্রেস নেত্রীর, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনের দাবি 'স্লিপ অফ টাঙ'
গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : নির্বাচনী সমাবেশে দলীয় প্রার্থী প্রদ্যুৎ বরদলৈকে বিপুল ভোটে পরাজিত করা
APCC president Bhupen Kr Borah


গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : নির্বাচনী সমাবেশে দলীয় প্রার্থী প্রদ্যুৎ বরদলৈকে বিপুল ভোটে পরাজিত করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেত্রী তথা বটদ্ৰবার বিধায়ক শিবামণি বরা। শিবামণি বরার এই বক্তব্যকে 'স্লিপ অফ টাঙ' বলে দাবি করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি ভূপেন বরা।

আজ বুধবার নগাঁও সংসদীয় আসনে কংগ্ৰেসের এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে দলের নেত্রী তথা বিধায়ক শিবামণি বরা প্রদত্ত ভাষণ প্রসঙ্গে স্পষ্টীকরণ দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। শিবামণির এই আহ্বানে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, নির্বাচনে দলের ঐক্য ও কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন।

এ ব্যাপারে ভূপেন বরাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, শিবামণি বরার বক্তব্য নিছক জিভের স্খলন, 'স্লিপ অফ টাঙ'। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, শিবামণির কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি প্রদ্যুৎ বরদলৈয়ের সমর্থনে গোটা নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আজকের ঘটনাকে একটি মানবিক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছেন এপিসিসি সভাপতি ভূপেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande