আসাম রাইফেলস-এর ওপর হামলায় জড়িত অভিযোগে ধৃত তিন আলফা (স্বা) ক্যাডার
তিনসুকিয়া (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : এ মাসের ১৬ তারিখ তিনসুকিয়ায় আসাম রাইফেলস-এর কনভয়ে অ্যামবুশ মাম
AR_Represantational image


তিনসুকিয়া (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : এ মাসের ১৬ তারিখ তিনসুকিয়ায় আসাম রাইফেলস-এর কনভয়ে অ্যামবুশ মামলায় আজ বুধবার আলফা (স্বাধীন)-এর তিন 'ওভারগ্রাউন্ড' ক্যাডারকে পাকড়াও করা হয়েছে।

আলফা স্বাধীনের এক ক্যাডারের মৃতদেহ খুঁজে বের করতে তালাশি অভিযানও চলছে। অতর্কিত হামলার সময় আসাম রাইফেলস-এর পাল্টা গুলিতে নিহত হয়েছিল ওই উগ্রপন্থীর। তাকে সংশ্লিষ্ট এলাকার জঙ্গলে সংগঠনের ক্যাডাররা কবর দিয়েছিল।

প্ৰসঙ্গত, অরুণাচল প্রদেশের চাংলাং থেকে মার্রিঘেটা (অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত) আসার পথে নামধাং-এর কাছে আসাম রাইফেলসের ৩১ নম্বর ব্যাটালিয়নের তিনটি গাড়ির কনভয়ের ওপর অতর্কিত হামলা করে সন্দেহভাজন আলফা–স্বাধীনের দল। জবাবি হামলা করেন আসাম রাইফেলস-এর জওয়ানরা। এতে এক উগ্ৰপন্থীর মৃত্যু হয়েছিল বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande