কংগ্রেসের 'জ্ঞান' শোনার কোনও দরকার নেই দেশের : অনুরাগ ঠাকুর
ধরমশালা, ২৫ এপ্রিল (হি.স.): কংগ্রেসের 'জ্ঞান' শোনার কোনও দরকার নেই দেশের। কংগ্রেসকে একহাত নিয়ে এই মন
অনুরাগ ঠাকুর


ধরমশালা, ২৫ এপ্রিল (হি.স.): কংগ্রেসের 'জ্ঞান' শোনার কোনও দরকার নেই দেশের। কংগ্রেসকে একহাত নিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের ধরমশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, যে দল ৬০ বছর ধরে ক্ষমতায় ছিল, জরুরি অবস্থা জারি করেছিল, অন্তত এই দেশকে কংগ্রেসের 'জ্ঞান' শোনার দরকার নেই। কংগ্রেস নেতা এবং চণ্ডীগড়ের প্রার্থী মনীশ তিওয়ারিকে আক্রমণ করেই এই মন্তব্য করেছেন অনুরাগ ঠাকুর। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর আরও বলেছেন, ইন্দিরা গান্ধী গণতন্ত্রকে হত্যা করেছিলেন, যখন তারা বলে গণতন্ত্র শেষ, আমি শুধু বলতে চাই কাশ্মীরে ৩৭০, ৩৫ (এ) ধারা জারি করা পণ্ডিত জওহরলাল নেহরুর সবচেয়ে বড় ভুল ছিল, অন্যদিকে মোদী সরকার অনুচ্ছেদ ৩৭০, ৩৫ (এ) অপসারণের পর, পঞ্চায়েতি নির্বাচন, ডিডিসি নির্বাচন হয়েছে এবং এখন বিধানসভা নির্বাচনও পরিচালনা করা হবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande