উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরও কয়েকটি সামার স্পেশাল ট্রেন
গুয়াহাটি, ২৫ এপ্রিল (হি.স.) : গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে আরও কয়ে
NFR_Represantational image


গুয়াহাটি, ২৫ এপ্রিল (হি.স.) : গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে আরও কয়েকটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য এক বিকল্প সুযোগ হিসেবে কাজ করবে। এই প্রচণ্ড গরমে ভ্রমণের সময় যাত্রীদের যাতে হাইড্রেট থাকে তার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত স্টেশনে বিনামূল্যে পানীয় জল নিশ্চিত করেছে।

সেই অনুযায়ী ট্রেন নম্বর ০৬৫৬৯ এসএমভিটি বাঙ্গালুরু-গুয়াহাটি স্পেশাল ২৮ এপ্রিল ১৯ মে পর্যন্ত প্রত্যেক রবিবার এসএমভিটি বাঙ্গালুরু থেকে ০০.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে মঙ্গলবার ০৫.৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৬৫৭০ গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু স্পেশাল ১ থেকে ২২ মে পর্যন্ত প্রত্যেক বুধবার গুয়াহাটি থেকে ০৬.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শুক্রবার ১০.০০ ঘণ্টায় এসএমভিটি বাঙ্গালুরু পৌঁছবে।

অন্যদিকে, ট্রেন নম্বর ০৯১০১ ভদোদরা-কাটিহার স্পেশাল ২৪ এপ্রিল বুধবার ভদোদরা থেকে ২৩.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শুক্রবার ১৬.৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৯১০২ কাটিহার-ভদোদরা স্পেশাল ২৭ এপ্রিল শনিবার কাটিহার থেকে ১৫.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে সোমবার ০৭.৩০ ঘণ্টায় ভদোদরা পৌঁছবে।

ট্রেন নম্বর ০৪০১০ আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী স্পেশাল ৩০ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার আনন্দবিহার টার্মিনাল থেকে ২৩.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে বৃহস্পতিবার ০৫.২০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৪০০৯ যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল স্পেশাল ০২ মে থেকে ২৭ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার যোগবাণী থেকে ০৯.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে শুক্রবার ১৬.০৫ ঘণ্টায় আনন্দবিহার টার্মিনাল পৌঁছবে। এক প্ৰেস বাৰ্তায় এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ




 

 rajesh pande