বৃহস্পতিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে, হেড টু হেড রেকর্ড, সামগ্রিক পরিসংখ্যানে কে এগিয়ে
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার
ipl


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ।

এদিন টানা পাঁচটি জয়ের লক্ষ্য হায়দরাবাদের আর আরসিবি ছয় গেমে জয়হীন থাকার পর এই ম্যাচ জয়ের চেষ্টা করবে।

পরিসংখ্যানে দেখে নেয়া যাক দুটি দল কোন জায়গায় দাঁড়িয়ে।

আইপিএলে এসআরএইচ বনাম আরসিবি হেড-টু-হেড:

**ম্যাচ হয়েছে: ২৩টি

**আরসিবি জিতেছে: ১০টি

**এস আর এইচ জিতেছে: ১২টি

**ফলাফল হয়নি: ১টি

**শেষ ফলাফল: এসআরএইচ ২৫ রানে জিতেছে (২০২৪)।

হায়দরাবাদে আইপিএলে এসআরএইচ বনাম আরসিবি হেড টু হেড রেকর্ড:

**খেলা হয়েছে: ৮টি

**এসআরএইচ জিতেছে: ৫টি

**আরসিবি জিতেছে: ২টি

টাই : ১টি

**শেষ ফলাফল: আরসিবি ৮ উইকেটে জিতেছে (২০২৩)

রাজীব গান্ধী স্টেডিয়ামে এসআরএইচ সার্বিক রেকর্ড:

**ম্যাচ খেলেছে: ৫৩টি

**এসআরএইচ জিতেছে: ৩২টি

**এসআরএইচ হেরেছে: ২০টি

**ফলাফল হয়নি: ১টি

**শেষ ফলাফল: সিএসকেকে ৬ উইকেটে হারায় (২০২৪)

**শেষ ৫টি ফলাফল: জিতেছে - ২টি, হেরেছে - ৩টি।

**এসআরএইচ সর্বোচ্চ স্কোর: ২৭৭/৩ (২০) বনাম এমআই (২০২৪)

**এসআরএইচ সর্বনিম্ন স্কোর:১১৪(২০) বনাম এমআই (২০১৫)।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande