আন্তর্জাতিক নম্বর থেকে প্রাণনাশের হুমকি, অভিযোগ জ্ঞানবাপীর বিচারকের
এলাহাবাদ, ২৫ এপ্রিল (হি. স.): : অজ্ঞাত আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে জ্ঞান
gyanvapi


এলাহাবাদ, ২৫ এপ্রিল (হি. স.): : অজ্ঞাত আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে জ্ঞানবাপী মামলার এক বিচারককে। অতিরিক্ত দায়রা বিচারক রবি কুমার দিবাকর এই বিষয়ে উত্তর প্রদেশ পুলিশকে অভিযোগ জানান। উল্লেখ্য, ২০২২ সালে বিচারক রবি কুমার দিবাকরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জ্ঞানবাপীর পুরাতাত্ত্বিক সমীক্ষার ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন।

জানা গেছে, বিচারক রবি কুমার দিবাকর হুমকি ফোনের বিষয়ে জানিয়েছেন এসএসপি সুশীল চন্দ্রভান ঘুলেকে। ওই চিঠিতে তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগেও একই ধরনের দাবি করেছিলেন বিচারক রবি কুমার দিবাকর। সেইসময় এলাহাবাদ হাইকোর্ট নিরাপত্তার ব্যবস্থা করেছিল বিচারক দিবাকরের জন্য। তাঁর নিরাপত্তায় বর্তমানে দুজন নিরাপত্তাকর্মী থাকেন।

প্রসঙ্গত, গত বছর দিবাকরের বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়েছিল নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের এক সদস্যকে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande