বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় কোমরের সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে মৃত্যু চন্দ্রপাড়ার পরিযায়ী শ্রমিকের
সামসী, ২৫ এপ্রিল (হি.স.) : বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় বুধবার দ্বিতল ভবন থেকে পড়ে মৃত্যু হল এক পর
বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় কোমরের সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে মৃত্যু চন্দ্রপাড়ার পরিযায়ী শ্রমিকের


সামসী, ২৫ এপ্রিল (হি.স.) : বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় বুধবার দ্বিতল ভবন থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের । মৃতের নাম আব্দুল আজিজ (২০)। বাড়ি মালতীপুর বিধানসভা এলাকার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর (রহমতপুর) গ্রামে। শুক্রবার তাঁর কফিনবন্দি দেহ এসে পৌঁছোবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুল আজিজ বেঙ্গালুরুতে নতুন বিল্ডিং নির্মাণের জন্য রাজমিস্ত্রি হিসেবে কাজে যোগ দেন। সেখানে এদিন দ্বিতল ভবনের প্লাস্টারের কাজ করছিলেন তিনি। কর্মরত অবস্থায় দুপুর ১টা নাগাদ কোমরের সেফটি বেল্ট ছিঁড়ে মেঝেতে পড়ে যান আব্দুল আজিজ। গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর বিমানে গতকাল বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande