কমিশনের কাছে ৪৫৬টি অভিযোগ, চোপড়ার তিনটি বুথে আবার ভোটের দাবি
কলকাতা, ২৬ এপ্রিল, (হি.স.): শুক্রবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দিনের ভোটকে কেন্দ্র করে কমিশনের কাছে মোট ৪
কমিশনের কাছে ৪৫৬টি অভিযোগ, চোপড়ার তিনটি বুথে আবার ভোটের দাবি


কলকাতা, ২৬ এপ্রিল, (হি.স.): শুক্রবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দিনের ভোটকে কেন্দ্র করে কমিশনের কাছে মোট ৪৫৬টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে রায়গঞ্জে।

এই লোকসভা কেন্দ্রে মোট ২২৫টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। একইভাবে দার্জিলিঙে ৮২টি এবং বালুরঘাটে ১৪৯টি অভিযোগ জমা পড়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তা চোপড়ার তিনটি বুথে আবার ভোট নেওয়ার দাবি জানিয়েছেন কমিশনের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, আবার ভোট নেওয়ার বিষয়ে এখন‌ই কোনও মন্তব্য করা যাবে না। স্ক্রুটিনির পর এ ব্যাপারে বলা যাবে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande