যারা নিয়মকানুন ভেঙেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত : দিলীপ ঘোষ
বর্ধমান, ২৬ এপ্রিল (হি.স.) : যারা নিয়মকানুন ভেঙেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত, এই মন্তব্য করেন বি
যারা নিয়মকানুন ভেঙেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত : দিলীপ ঘোষ


বর্ধমান, ২৬ এপ্রিল (হি.স.) : যারা নিয়মকানুন ভেঙেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত, এই মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি শুক্রবার বর্ধমানের লোকো ময়দানে প্রাতঃভ্রমনে বেরিয়ে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে একথা বলেন।

রোজগার মতই শুক্রবার বর্ধমান শহরের লোকো ময়দানে প্রাতঃভ্রমনে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি এদিন সাংবাদিকদের আরও বলেন, তৃণমূল দল ভারতের স্বাধীনতা, গনতন্ত্র, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, আদালতের অধিকার কিছুই মানে না। সব নিয়মকানুন ভেঙে গুড়িয়ে দিয়েছে। এদের যত দ্রুত সম্ভব জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।

গত কয়েকদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রায় ২৫ হাজার চাকরি বাতিল হওয়ায় বেসামাল তৃণমূল কংগ্রেস। আদালতের রায়ের পর থেকে বেলাগাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে হাইকোর্ট বাতিলের মত বিস্ফোরক দাবী তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যয়। আবার আদালতকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, এই রায়ের পর নিয়োগ দুর্নীতি তদন্তে আলাদা করে বেঞ্চ তৈরী করে বিচারের দাবী তুলেছেন আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য। অভিষেক ব্যানার্জী মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওদের পক্ষে রায় গেলে। সিবিআই, ইডি ওদের সুরে কথা বললে, তাহলে হয়তোতাদের ভালো লাগত। বিরোধী নেত্রী থাকাকালিন মমতা ব্যানার্জী রাস্তায় কুকুর মারা গেলেও সিবিআই তদন্ত চাইতেন।

হিন্দুস্থান সমাচার/সোমনাথ




 

 rajesh pande