লোকসভা নির্বাচনের পঞ্চম দফার বিজ্ঞপ্তি জারি, শুরু মনোনয়ন দাখিলের কাজও
নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের পঞ্চম দফার বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল। শুক্রবার বিজ্ঞপ্
শুরু মনোনয়ন দাখিলের কাজও


নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের পঞ্চম দফার বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল। শুক্রবার বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন পত্র দাখিলের কাজও। এই দফায় আগামী ২০ মে দেশের ৪৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্র। এই সংসদীয় আসনগুলি হল - শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলী, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ।

৩ মে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরের দিন ৪ মে জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন ৬ মে। অন্যদিকে, চতুর্থ দফার জন্য জমাপড়া মনোনয়নপত্রগুলি শুক্রবার পরীক্ষা করে দেখা হয়। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন সোমবার, ২৯ এপ্রিল। এই দফায় ১৩ মে ভোট নেওয়া হবে এ রাজ্যের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম – এই আটটি আসনে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande