তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে মেরুকরণের প্রতিযোগিতা কথা মোদীর মুখে
মালদা, ২৬ এপ্রিল (হি.স.) : মালদার সভায় মেরুকরণকেই তুরূপের তাস হিসাবে খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ম
তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে মেরুকরণের প্রতিযোগিতা কথা মোদীর মুখে


মালদা, ২৬ এপ্রিল (হি.স.) : মালদার সভায় মেরুকরণকেই তুরূপের তাস হিসাবে খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই সভা থেকে তিনি বলে গেলেন, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে মেরুকরণের প্রতিযোগিতা চলছে।

একদা গণিখান চৌধুরীর গড় মালদা জেলার জনবিন্যাস বলে, এটা বিজেপির জন্য উর্বর ভূমি। মালদার দুই কেন্দ্রেই কমবেশি সংখ্যালঘু এবং হিন্দু ভোটারের সংখ্যা সমান। সেই মাটিতে কোনওক্রমে হিন্দু ভোটারদের একত্রিত করতে পারলেই বাজিমাত করা যাবে। কারণ মুসলমান ভোটে ভাগ বাটোয়ারা হয় কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে।

সেটা বুঝেই মালদার সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল ও কংগ্রেস নিজেদের মধ্যে কলহের নাটক করে। কিন্তু সত্যিটা হল এদের আচার-আচরণ একই। এদের ঐক্যের সবচেয়ে বড় সূত্রই হল তোষণ। তোষণের জন্য এরা দেশের স্বার্থে নেওয়া সব সিদ্ধান্তেরও বিরোধিতা করছে। তোষণের জন্য এরা কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলেরও বিরোধিতা করেছে। বলছে আবার নাকি সেটা চালু করা হবে। তৃণমূল আর কংগ্রেসের নেতারা বলছে, সরকারে এলে ৩৭০ ধারা ফের চালু হবে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande